পৃথিবীর প্রতিটি উপাদান আমাকে আকৃষ্ট করে। বৃষ্টি, কাদা, শহরের ইট পাথর, মাটিতে পড়ে থাকা সিগারেটের গোড়া, পচা পানির খাল, পথের কোনে শুয়েথাকা বিড়াল, ব্যাস্ত পথের অজানা পথিকের মুখ, গাছের ডালপালা নড়া, মেঘেদের গ্লাইড, সমুদ্রের ঢেউ, পাহাড়ের নেশধরানো সুবাস, পিচঢাকা পথ, পিচ্ছিল খেয়াঘাট, এবং আমার নিজের হাতের তালু। ঢাকা শহরের নারকীয় ট্রাফিকের মাঝে মের কাঠফাটা রোদে দাড়িয়ে ঘেমেনেয়ে একাকার হয়ে আমি আকাশের দিকে তাকিয়ে প্রশান্তি ভরে হাসতে পারি।
আমি সবাইকে বলি, আমি গরম, ঠান্ডা, কঠিন পরিস্থিতি, হতাশা, এই সবকিছুই দুর্দান্ত ঠান্ডামাথায় সামলাতে পারি, কারন আল্লাহ্ আমাকে সারা পৃথিবী দেখার উপযুক্ত করে বানিয়েছেন, তিনি জানতেন, আমার ওসবের প্রয়োজন হবে।
তো, এইতো। আমি সারা পৃথিবী বেড়াবো, আমার সাইকেলে চড়ে। আমার বর্তমান সাইকেলের নাম "বেল্লা", ও একটা কমলা কালো ২৬" হুইলের মাউন্টেইন বাইক। আমরা আসছে শরতে ভারত মহাসাগর দেখতে যাবো। কতইনা গল্পের হিসসা আমরা এই পৃথিবীর বুকে হবো! কখনো তাদের দেখবো, কখনো নিজেরাই তৈরী করবো, আমরা ওগুলো নেশার মত অনুভব করে যাবো। আর লিখবো...আমি অনেক গল্প লিখবো। আপনি সেগুলো পড়তে চাইবেন?
থ্যাংকিউ। আই লাভ ইউ।